বিজেএসসির স্ট্যামফোর্ড সংসদের নেতৃত্বে সাব্বির-মানিক


Desk report | Published: 2022-07-06 09:44:40 BdST | Updated: 2024-04-25 11:38:24 BdST

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের নতুন নেতৃত্বে এসেছেন মোহাম্মদ সাব্বির ও আহমদ মানিক। তাদের নেতৃত্বে গঠিত নতুন কমিটি এক বছর দায়িত্ব পালন করবে।

সোমবার কাউন্সিলের কেন্দ্রীয় সংসদ সভাপতি মো. হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নতুন কমিটির সভাপতি মোহাম্মদ সাব্বির এবং সাধারণ সম্পাদক আহমদ মানিক।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আফরোজা আক্তার এনি, সানজিদা পারভিন, যুগ্ম-সাধারণ সম্পাদক তানজুম নিবিড়, ঐশ্বর্য ইকা, সাংগঠনিক সম্পাদক খালিদ আহমেদ রাজা, অর্থ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, দপ্তর সম্পাদক তানযির নাঈম, সাংস্কৃতিক সম্পাদক আয়েশা মিরা, সাহিত্য সম্পাদক বাঁধন মোল্লা নাঈম, প্রচার সম্পাদক উম্মে হানি, নারী বিষয়ক সম্পাদক তানজুম হাসান জয়া, ভ্রমণ বিষয়ক সম্পাদক পান্না, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবি আব্দুল্লাহ।

কার্যকরী সদস্যরা হলেন- সাঈদ আনোয়ার রিফাত, দেবিকা দে, এ কে পল্লব, সাকিব আল হাসান আদনান, আশরাফুল ইসলাম, জুনাইদ আহমেদ, খন্দকার হাবিবুল্লাহ এলমি, ইমতিয়াজ মাহমুদ।

২০১৫ সালের ১৩ নভেম্বর যাত্রা শুরু করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)। বর্তমানে ১৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজেএসসির সঙ্গে যুক্ত।