নিজ ক্যাম্পাসেই মেহেদীর গায়ে হলুদ


Desk report | Published: 2023-01-17 06:55:59 BdST | Updated: 2024-03-28 22:07:23 BdST

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক বিয়ের কথা রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্র মেহেদীর।

বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের অনেকের হয়তোবা সেই অনুষ্ঠানে যাওয়া সম্ভব হবে না। তাই বিয়ের আনন্দ ভাগাভাগি ও বিশ্ববিদ্যালয় জীবনকে সুন্দর করে রাখতে সহপাঠীদের আয়োজনে নিজ ক্যাম্পাসেই অনুষ্ঠিত হলো গায়ে হলুদের অনুষ্ঠান।

সোমবার বিকেলে বশেমুরবিপ্রবির ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে সহপাঠীদের আয়োজনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মেহেদীর গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভাগের অগ্রজ ও অনুজদের পাশাপাশি বিভিন্নও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা গেছে, শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্সের শিক্ষার্থী ফারজানার সঙ্গে আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক বিয়ের কথা রয়েছে বশেমুরবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মেহেদীর। বিশ্ববিদ্যালয়ের অনেক সহপাঠীর সিই অনুষ্ঠানে যাওয়া সম্ভব হবে না। এ কারণেই সহপাঠীদের আয়োজনে নিজ ক্যাম্পাসেই অনুষ্ঠিত হলো মেহেদীর গায়ে হলুদ। এ অনুষ্ঠানকে ঘিরে সহপাঠীরা হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে নাচে গানে আনন্দ-উল্লাসে মেতে ওঠে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে। এমন আয়োজন দেখে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ইচ্ছে প্রকাশ করেছেন যে, পরিবারের সাড়া পেলে তারাও ক্যাম্পাসে গায়ে হলুদের আয়োজন করতে চান।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির শিক্ষার্থী (বর) মেহেদী বলেন, ক্যাম্পাসে গায়ে হলুদের অনুষ্ঠান হবে কখনও ভাবিনি। আমি অনেক বেশি আনন্দিত। আমি আমার সকল সহপাঠীর কাছে কৃতজ্ঞ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

মেহেদীর এক সহপাঠী জানান, নিজ ক্যাম্পাসে বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান করতে পেরে অন্যরকম আনন্দ লাগছে। আমাদের অনেকের হয়তোবা মেহেদীর বিয়েতে যাওয়া সম্ভব হবে না। তাই ওর বিয়ের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এ আয়োজন।ওর দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা রইলো।

//