ফুঁসে উঠেছে ডিআইইউ ক্যাম্পাস

১১ দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটামে শিক্ষার্থীরা


Rakibul Islam | Published: 2024-08-21 20:59:38 BdST | Updated: 2024-10-14 11:10:42 BdST

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ১১ দফা দাবিতে ফুঁসে উঠেছে ক্যাম্পাস প্রাঙ্গণ।

বুধবার (২১ আগস্ট) সকাল ১০ টা থেকে এগারো দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন স্লোগানে মানববন্ধন করে তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ১১ দফা দাবী ঘোষণার করেন।

ডিআইইউ শিক্ষার্থীদের উত্থাপিত এগারো দফা দাবি সমূহ:

১। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে এবং অনতিবিলম্বে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।

২। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল ডিপার্টমেন্টের গুরুতর আহতদের সকল খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহন করতে হবে। তাদের জন্য ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা করতে হবে।

৩। ৩৫% (রানিং সেশন ফি) সকলকে ওয়েভার দিতে হবে সেই সাথে মিডের আগে ৫০% পেমেন্ট প্রথা বাতিল করতে হবে এবং ডিজিটাল পেমেন্ট এর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪। ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং মেয়েদের কমন রুম ও পুরাতন ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে। লাইব্রেরি ও ওয়াইফাই ব্যাবহারে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।

৫। ঢাকার অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই শিফটে বাস সার্ভিস চালু করতে হবে ও ক্যাম্পাসের ভিতর বাইকের নিরাপত্তা ও ছাউনী নিশ্চিত করতে হবে।

৬। সকল ডিপার্টমেন্ট এর সকল ক্লাব নতুন ভাবে চালু করতে হবে। যে সকল ডিপার্টমেন্টে কোনো ক্লাব নাই, সেখানে ক্লাব চালু করতে হবে। ক্লাবের মূল দায়িত্বে শিক্ষার্থীরা থাকবে। শিক্ষকরা উপদেষ্টার ভূমিকা পালন করবেন। প্রত্যেক ক্লাবের জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটিস সরবারহ করতে হবে।

৭। সার্বক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একটি মেডিকেল টিম ও কক্ষ গঠন করতে হবে।

৮। ডিপার্টমেন্টভিত্তিক ল্যাবের সংখ্যা বৃদ্ধি এবং প্রযুক্তিগত মান উন্নয়ন করতে হবে এবং নতুন ক্যাম্পাসে মেয়েদের নামাজের জায়গা নির্ধারণ করে দিতে হবে।

৯। ইমপ্রুভমেন্ট ও ব্রিটেক পরীক্ষার ফি যে ৫০% ছাড় ও প্রতি সেমিস্টারে মেরিট-ভিত্তিক ওয়েভার নিশ্চিত
কর।

১০। ১ মাসের হোস্টেল ভাড়া মওকুফ করতে হবে, হলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জরিমানা প্রথা বাতিল করতে হবে।

১১। সুগঠিত এডমিনিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। প্রত্যেক বিভাগীয় দায়িত্বশীলকে তার অধীনস্থ বিষয়াদি-তে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিতে হবে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ১১ দফা কার্যকর করা না হলে সাধারণ শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করার আল্টিমেটাম দেয়।