ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ডিআইইউতে মোমবাতি প্রজ্বলন


Rakibul Islam | Published: 2024-08-22 13:48:46 BdST | Updated: 2024-10-14 10:49:00 BdST

মোমবাতি প্রজ্বলন নের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় সিভিল ইঞ্জিনিয়ারিং কালচারাল ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এদিকে, শিক্ষার্থীরা সন্ধ্যা ছাড়ে ছয়টায় ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন। পরে তারা নিহতের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করেন। এবং মোমবাতি জ্বালিয়ে দূর করেন আধার-কালো।

আয়োজকরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে বিভিন্ন ধরণের গ্রাফিতি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।