চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শিরীন আখতার


টাইমস প্রতিবেদক | Published: 2019-11-04 04:47:04 BdST | Updated: 2024-03-29 16:59:08 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. শিরীণ আখতার।

রোববার (০৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরােজ স্বাকক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমােদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১২ (২)
ধার্য অনুযায়ী বাংলা বিভাগের অধ্যাপক ও প্রোভিসি ড. শিরীণ আখতারকে চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের
প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল থেকে নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ অথবা পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ নিয়ােগ বলবৎ থাকবে। ভাইস চ্যান্সেলর পদে স্ত্রীর বর্তমান দলের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবে।তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

//