শিক্ষক-শিক্ষার্থীরা পছন্দ না করলে বাড়ি চলে যাব: চবি উপাচার্য


টাইমস ডেস্ক | Published: 2019-11-19 07:35:45 BdST | Updated: 2024-04-19 17:01:29 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. শিরীন আখতার বলেছেন, 'বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান বাড়ানোর জন্য যা যা করা দরকার, তা করব। আমি জানি না কতদিন আপনাদের কাছে প্রিয় থাকব! যে মুহূর্তে দেখব, আপনারা আমাকে পছন্দ করছেন না; সোজা বাড়ি চলে যাব। আপনারা যতদিন ভালোবাসবেন, চেষ্টা করব শক্ত হাতে বিশ্ববিদ্যালয়কে একটা মানে পৌঁছে দিতে।'

সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৩তম দিবস উপলক্ষে আয়োজিত 'বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে করণীয়' শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চবি উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমাদের সবার আগে নজর দিতে হবে শিক্ষার্থীদের দিকে। তাদের ক্লাসমুখী করতে হলে শিক্ষকদের সচেতন হতে হবে। ছাত্র-শিক্ষকের মধ্যে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা ক্লাস ছেড়ে না যায়। অনেক শিক্ষক রয়েছেন, যাদের ক্লাসে ভিড় লেগে যায়। এ রকম পরিবেশ তৈরি করতে হবে।

শিরীন আখতার বলেন, আমাদের অনেক মেধাবী শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন, তাদের নিয়ে স্বপ্ন দেখি। হয়তো আমি একদিন থাকব না, কিন্তু এই বিশ্ববিদ্যালয় থাকবে। আমাদের শিক্ষার্থীরাই একদিন এ দেশকে সোনার বাংলায় পরিণত করবে।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ১০টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন, সিনেট সদস্য ড. সুলতান আহমদ, সিন্ডিকেট সদস্য ড. মহীবুল আজিজ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. অঞ্জন কুমার চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মো. সেকান্দর চৌধুরী, শহীদ আবদুর রব হলের প্রাধ্যক্ষ ড. একেএম মাঈনুল হক মিয়াজী প্রমুখ।

টিআর/ ১৮ নভেম্বর ২০১৯