রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ শুরু


টাইমস ডেস্ক | Published: 2020-09-21 00:38:32 BdST | Updated: 2024-04-20 14:27:59 BdST

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে।

শনিবার সকালে আইকিউএসি সেমিনার রুমে চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সেলিম হোসেন, ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান এবং সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ইমদাদুল হক।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে চার দিনব্যাপী এই ফাউন্ডেশন ট্রেনিংয়ে বিভিন্ন বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত মোট ৩৭ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।