রাবির ভর্তি পরীক্ষায় থাকছে বিভাগ পরিবর্তনের সুযোগ


টাইমস ডেস্ক | Published: 2021-02-12 18:44:52 BdST | Updated: 2024-03-29 05:52:03 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ স্নাতক (সম্মান) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় থাকছে বিভাগ পরিবর্তনের সুযোগ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২০ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক (ইউনিট-A), বাণিজ্য (ইউনিট-B), বিজ্ঞান (ইউনিট-C)- এই ৩টি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন ৭ মার্চ দুপুর ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত গ্রহণ করা হবে। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।

প্রাথমিক আবেদনের ফি ৫৫ টাকা (মোবাইল ফোন অপারেটরের ১০ শতাংশ সার্ভিস চার্জসহ)। চূড়ান্ত আবেদনের ফি গত বছরের তুলনায় ২২০ টাকা কমিয়ে এক হাজার ১০০ টাকা (মোবাইল ফোন অপারেটরের ১০ শতাংশ সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা ৩টি (A,B C) ইউনিটে অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে ৪৫ হাজার জনের পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিদিন ৩ শিফটের পরীক্ষা নেয়া হবে। প্রতি শিফটে ১৫ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হবে।

ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা- এই ৩ শিফটে অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পদ্ধতিতে ১ ঘণ্টা মেয়াদে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

//