ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বরখাস্ত জাবি শিক্ষক


ঢাকা | Published: 2021-02-18 06:57:21 BdST | Updated: 2024-04-20 19:13:26 BdST

যৌন হয়রানির দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সানওয়ার সিরাজ বরখাস্ত হয়েছেন। নিজ বিভাগের এক ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে গতকাল এক সিন্ডিকেট সভায় শিক্ষক সানোয়ার সিরাজকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেয়া হয়। জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব রমিনা কানিজ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর, সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের একজন শিক্ষার্থী সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ওই বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত কাজ শুরু করে। এছাড়া তদন্ত চলাকালে সানওয়ার সিরাজকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখার সুপারিশ করে যৌন নিপীড়নবিরোধী সেল।