জবিতে ভিসির দায়িত্ব শেষে ঢাবিতে ফিরলেন অধ্যাপক মিজানুর রহমান


ঢাকা | Published: 2021-03-20 21:45:36 BdST | Updated: 2024-04-20 00:46:41 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন অধ্যাপক ড. মীজানুর রহমান। শনিবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে রেজিস্ট্রারকে চিঠি দিয়ে নিজ বিভাগে যোগদান করেন তিনি।

চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে ২০১৩ সালের ২০ মার্চ থেকে গত ১৯ মার্চ পর্যন্ত ডেপুটেশন ছুটিতে ছিলাম। উক্ত ছুটি শেষে অদ্য ২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপক পদে যোগদান করলাম।’ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।

অধ্যাপক মীজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে (২০১৩-২০২১) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বুধবার (১৮ মার্চ) অনানুষ্ঠানিকভাবে বিদায় নেন জবির সদ্য সাবেক এই উপাচার্য।

এদিকে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ।