স্ত্রীর পর করোনায় সিকৃবি অধ্যাপকের মৃত্যু


Sylhet | Published: 2021-04-14 04:37:45 BdST | Updated: 2024-03-29 20:29:00 BdST

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুল হক। তিনি কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

মাহফুজুল হক ১৩ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনেকদিন থেকে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন, মৃত্যুর কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

করোনা ভাইরাসের আক্রমণে তার ফুসফুসের ৭২ ভাগ বিকল হয়ে যায়। তবে তিনদিন আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। গত সোমবার শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীর খারাপ হয়ে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

এক মাস আগে তার স্ত্রী ইশরাত জাহান দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তারা দুই সন্তান রেখে যান।

ড. মাহফুজের মরদেহ মঙ্গলবার সিকৃবি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সিকৃবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বাদ আসর স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে সিকৃবি উপাচার্য, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ গভীর শোক প্রকাশ করেছেন।

গত ৫ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক অধ্যাপক ড. মো. আবু বকর সিদ্দিক মৃত্যুবরণ করেছিলেন।

//