এসপি খোরশেদের ব্যবস্থাপনায় কুমিল্লা গেলেন ঢাবির শিক্ষার্থীরা


ঢাকা | Published: 2021-07-17 23:08:39 BdST | Updated: 2024-03-29 17:23:44 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান অ্যাডিশনাল এসপি খোরশেদ আলমের ব্যবস্থাপনায় ঢাকায় অবস্থানরত কুমিল্লার ঢাবি শিক্ষার্থীরা বাড়ি গেলেন ঈদুল আজহা উদযাপনে।

করোনাকালে পাল্টে গেছে স্বাভাবিক জীবন। দেশে কঠোর লক ডাউনের মাঝে ঈদের জন্য শিথিল করা হয়েছে ২২ জুলাই পর্যন্ত। গণপরিবহনে সফর করলে করোনায় সংক্রমণের আশঙ্কা থাকে। তাই খোরশেদ আলম বিশেষ ব্যবস্থা করেন শিক্ষার্থীদের জন্য।

বিশেষ এই ব্যবস্থায় বাড়ি যাওয়া শিক্ষার্থী জহিরুল ইসলাম জানান, আমরা অনেকে ঢাকায় পরীক্ষা দিতে এসে আটকা পড়ে গিয়েছিলাম। খোরশেদ ভাই এই ব্যবস্থা করায় আমরা নিরাপদে বাড়ি ফিতে পেরেছি। তাছাড়া অনেক দিন পর সবাই এক সাথে হলাম। এক রকম পিকনিকের মতো হয়েছে।

আরেক শিক্ষার্থী ঢাকাস্থ বুড়িচং উপজেলা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আরেফিন রনি বলেন, আমরা সবাই নিরাপদ দূরত্ব রক্ষা করে সফর করেছি। উঠার আগে সবাইকে স্যানিটাইজ করা হয়েছে। এই দুঃসময়ে নিরাপদে বাড়ি ফেরার সাথে দারুণ একটা সময়ও কেটেছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ চাকুরীর বিভিন্ন পরীক্ষায় অংশ নেয়ার জন্য কুমিল্লা থেকে ঢাকায় এসে লক ডাউনে আটকে পড়েন এই শিক্ষার্থীরা৷

এ বিষয়ে অ্যাডিশনাল পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। এই শিক্ষার্থীদের মাঝ থেকেই একদিন কেউ বিসিএস ক্যাডার হবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে। আমি আমার দায়িত্ব থেকে যতটুকু পরেছি তাদের জন্য করার চেষ্টা করেছি। তারাও যখন সিনিয়র হবে তাদের জুনিয়রদের জন্য করে আশা করি। আমার মনে হয় এই করোনা কালে সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত।

তিনটি বাসে কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুমিল্লায় নেয়ার ব্যবস্থা করেছেন তিনি।

//