ঢাবিতে অনলাইনে মাস্টার্স পরীক্ষা, উপস্থিতি শতভাগ


টাইমস ডেস্ক | Published: 2021-08-01 21:13:01 BdST | Updated: 2024-04-25 17:37:04 BdST

করোনা পরিস্থিতিতে অনলাইনে মাস্টার্স প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি ভাষা বিভাগ। এই পরীক্ষায় উপস্থিতি ছিল শতভাগ।

গত ২৬ জুলাই থেকে আজ ১ আগস্ট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পর হলেও পরীক্ষা দিতে পেরে উচ্ছ্বাস প্ৰকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, পরীক্ষাটার জন্য আমরা দীর্ঘ এক বছর পিছিয়ে পড়েছি। অনলাইন পরীক্ষা নিয়ে সংশয় থাকলেও বিভাগের দায়িত্বশীলতায় আমরা অনলাইনে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

এর আগে দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সশরীরে পরীক্ষা নেওয়ার পরিবর্তে, অনলাইনে নিতে বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে অনলাইনে কোন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হবে এ–সংক্রান্ত একটি নির্দেশিকা এবং ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, "করোনা পরিস্থিতিতে বিভাগ ও ইন্সটিটিউটগুলোকে অনলাইনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কিছু বিভাগ তাদের শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে পরীক্ষা নিচ্ছে। এ বিষয়ে আমরা একটি নীতিমালাও করে দিয়েছি। এই নীতিমালা অনুযায়ী বিভাগগুলো পরীক্ষা নিচ্ছে। আশা করছি পর্যায়ক্রমে সকল বিভাগ অনলাইনে ফাইনাল পরীক্ষা নিয়ে নিবে এবং আমাদের শিক্ষার্থীরা অতিসত্বর কর্মজীবনে প্রবেশ করতে পারবে।"