বঙ্গবন্ধু স্মরণে বিএনসিসি সেনা শাখার ভার্চুয়াল আলোচনা সভা


Dhaka University | Published: 2021-08-30 05:00:08 BdST | Updated: 2024-04-16 18:20:24 BdST

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট কতৃক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট রবিবার বিকেল ৫.০০ ঘটিকায় বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেটদের উপস্থিতিতে ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুম এ অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সম্মানিত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বিএসপি, এনডিসি, পিএসসি।

বিশেষ অতিথির বক্তব্যে বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বিএসপি, এনডিসি, পিএসসি স্বাধীন বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকা স্মরণ করেন৷।

তিনি বলেন " ক্যারিশম্যাটিক লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শক্তিশালী, আকর্ষণীয়, অনন্য ব্যক্তিত্ব গুণাবলি সকলকে আকৃষ্ট করে। একটি অসংগঠিত জনগোষ্ঠিকে সুপরিকল্পিত ভাবে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে, গণ অভ্যত্থানে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করান তিনি।" তিনি স্মৃতিচারণ করে বলেন উনার পিতা ডিএসপি নুরুল ইসলাম খান ১৫ই আগস্ট কালরাতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে আহত হন। বঙ্গবন্ধুর আদর্শে জীবন গঠন করে তার দেখানো পথে চলতে তিনি ক্যাডেটদেরকে উদ্বুদ্ধ করেন৷।

প্রধান অতিথি অধ্যাপক ডক্টর রহমত উল্লাহ বলেন বঙ্গবন্ধুকে হত্যা করা মানে মুক্তিযুদ্ধের চেতনা কে সমূলে উৎপাটিত করে বাঙালি জাতিকে হত্যা করা। তিনি প্রত্যেককে তার নিজের অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের জন্য কাজ করে যেতে বলেন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বঙ্গবন্ধুর শাসনামল ও বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পেছনে বিদেশী অপশক্তিকে চিহ্নিত করে তিনি বলেন প্রত্যেক বাঙালিকে সংবিধানের চারটি স্তম্ভ আকড়ে ধরে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সঠিক ইতিহাস জেনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের দায়িত্ব নিতে ক্যাডেটদেরকে উৎসাহিত করেন।

এছাড়া আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেনা শাখার ক্যাডেটরা বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা আবৃত্তি, গান ও বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করে।

আলফা কোম্পানি কমান্ডার লেঃ সৈয়দ তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পিইউও নাফিসা ফেরদৌসী, সিইউও মুনতাসির মামুন মুন প্রমুখ বক্তব্য রাখেন।

উক্ত পোগ্রামে রমনা রেজিমেন্ট উপ-অধিনায়ক মেজর সুলতান ফরিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের পিইউও ও সিইউও গণ এবং সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের বর্তমান ও প্রাক্তন ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।