ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হল পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ


Dhaka | Published: 2021-09-03 17:31:35 BdST | Updated: 2024-03-29 14:19:17 BdST

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে গতকাল ০২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পুকুরে ১৪২৫টি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ ¯েøাগান ধারণ করে এবছর জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে ।

এসময় শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: নিয়ামুল নাসের, মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: মনিরুল ইসলাম, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের প্রতিনিধি ড. মোহাম্মদ শামসুর রহমান ও ড. মো: হাবিবুল্লাহ-আল-মামুন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীন মৎস্য) মোহাঃ আতিয়ার রহমানসহ অধিদপ্তরের অন্যান্য কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর এই মাছের পোনা সরবরাহ করে। ঢাকা বিশ^বিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করে ।

//