নোবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত


রাজু, নোবিপ্রবি প্রতিনিধি | Published: 2021-09-26 03:37:27 BdST | Updated: 2024-04-20 06:06:19 BdST

'ফার্মেসি: আপনার স্বাস্থ্যের জন্য সর্বদা বিশ্বস্ত' থীমকে ধারণ করে আজ (২৫ সেপ্টেম্বর)  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)  পালন করেছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস -২০২১। বিশ্বের স্বাস্থ্যসেবায় ফার্মেসি ও ফার্মাসিস্টদের গুরুত্ব ও ভুমিকা তুলে ধরে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের ফার্মেসি বিভাগসম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানও প্রতিবছর এ দিবসটি পালন করে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম হোসাইনের সভাপতিত্বে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের কর্মসূচি শুরু হয়। বিকাল ৪ টা ১৫ মিনিটে কর্মসূচীর শুরু হয় এবং ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত হয় নির্দিষ্ট টপিকভিত্তিক প্রেজেন্টেশান প্রদান ৷ তারপর সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ভিত্তিক আলেচনা সভা।

ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক  ড. ফাহাদ হোসাইনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকি।

আলোচনা সভায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ' একসময় ফার্মেসিগুলোতে পাওয়া যেত না ঐরকম কোন ঔষধ সম্পৃক্ত পরামর্শ। কিন্তু বর্তমানে এই সেক্টরগুলোতে নিয়ম কড়াকড়ি হচ্ছে, পাওয়া যাচ্ছে পরামর্শ, তথ্য  যা ঔষধ সেবনের রীতিকে করেছে আরো উন্নত এবং মানুষ পাচ্ছে উন্নত স্বাস্থ্যসেবা '।  নোবিপ্রবির সূচনালগ্ন থেকে ফার্মেসি বিভাগ স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত ঔষধ ও তার মানোন্নয়নে ভুমিকা রাখছে এ বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং এই ধারাবাহিকতায় ফার্মেসি বিভাগ আরো সফলতার কামনা করেন তিনি।

সভার সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম হোসেন বলেন, "আমাদের বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরাই দেশ ও দেশের বাইরের বিভিন্ন ঔষধশীল্পে ও স্বাস্থ্যসেবায় অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছে। বর্তমান যারা আছে এবং যারা আসবে তারাও দেশ ও দেশের বাইরে তাদের মেধার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের এ বিভাগগে আরো সফলপূর্ণ করবে বলে আশা করি"। 

আলোচনা সভায় নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন ফার্মাসিস্টদের গুরুত্ব তুলে ধরে বলেন, " দেশের বিভিন্ন স্তরে স্বাস্থ্যসেবায় নীরব ভুমিকা পালন করে ফার্মাসিস্ট। আর তাদের মধ্যে রয়েছে আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থী। তাদের দ্বারাই আমরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার পাব একদিন "। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

ফার্মেসি প্রফেশন নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন ইউএসএ এর ইউনিভার্সিটি অব চার্লেস্টন এর অধ্যাপক ড. ওমর ফারুক খান, কমিউনিটি ফার্মাসিস্টের ভুমিকার তুলে ধরে  বক্তব্য প্রদান করেন কানাডার টরোন্টোর ভেনিস ফার্মাসির পরিচালক ফেরদৌস আমিন, ফার্মা মার্কেটিং নিয়ে বক্তব্য দেন রচে বাংলাদেশ লিমিটেড এর বিসনেস ডেভেলপমেন্ট এর প্রধান ওয়াহিদুজ্জামান।