নোবিপ্রবির ১১ গবেষক বিশ্বসেরাদের তালিকায়


Noakhali | Published: 2021-10-10 02:41:25 BdST | Updated: 2024-04-20 11:20:06 BdST

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত 'এডি সায়েন্টিফিক ইন্ডেক্স (AD Scientefic Index) ২০২১' এ স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগের এগারো (১১) জন গবেষক। এ সংখ্যা বাংলাদেশে মোট সতেরো'শ আটাশি (১৭৮৮) জন এবং তাদের মধ্যে স্থান করে নিয়েছেন তাঁরা।

আজ শনিবার (৯ অক্টোবর) গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইন্ডেক্স, আইটেন ইন্ডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইন্ডেক্স। এডি সায়েন্টিফিক ইন্ডেক্সের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিতভাবে প্রকাশিত হয়। ওয়েবসাইটটিতে ১২ টি ক্যাটাগরির ভিত্তিতে র‍্যাংকিংয়ে বিশ্বের ২০৬ টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং এতে সর্বমোট ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় নোবিপ্রবির ১১ জন গবেষকের মধ্যে প্রথমেই ফিমস (FIMS) বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এর নাম উল্লেখ করা হয়। ক্রমানুসারে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ট, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম স্থানে রয়েছেন যথাক্রমে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদ সারোয়ার, ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড.আব্দুল মমিন সিদ্দিক, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক অভিজিত দাশ, ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম।