শতবর্ষ: সাম্প্রতিক সময়ে আলোচিত ঢাবির সেভেন স্টার


ঢাকা | Published: 2021-12-01 07:44:15 BdST | Updated: 2024-04-24 07:01:26 BdST

পহেলা ডিসেম্বর থেকে শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন। এক নজরে দেখে নেয়া যাক সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত ও প্রশংসিত ৭ শিক্ষার্থী ।  

আয়মান সাদিক। (শিক্ষা): কুমিল্লায় ২ সেপ্টেম্বর ১৯৯২ জন্ম গ্রহন করেন। । আয়মান চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল এণ্ড কলেজে অধ্যয়ন করেছেন। তিনি উচ্চমাধ্যমিকে অধ্যয়ন করেছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজে। আয়মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন। টেন মিনিট স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনা করিয়ে থাকেন। কুইন্স ইয়ং লিডার অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন করেন। ফোর্বস বলছে, তার এ অনলাইন স্কুল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য শত শত লাইভ ক্লাস, স্মার্ট বই, হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল তৈরি করে। ফোর্বসের তরুণ উদ্যোক্তার তালিকায় ৩০ নম্বরে জায়গা করে নেয় বাংলাদেশি আয়মান সাদিক।বর্তমানে তিনি হাজারো তরুণের আইডলে পরিণত হয়েছেন।

মুনজেরিন শহিদ। (ইন্টারনেট) : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন মুনজেরিন। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লায়েড লিঙ্গুয়েস্টিক অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বিষয়ে স্নাতকোত্তর। অক্সফোর্ডে যাওয়ার আগেই বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল। প্রথম শ্রেণিতে প্রথম, এই ফলাফল মুনজেরিনের। তিনি নিজের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে ইংরেজি শেখান। লাখো অনুসারী দেখেন সেসব ভিডিও।

তাবিব মাহমুদ(সাংস্কৃতিক আন্দোলন): ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী তাবিব মাহমুদ। নিয়মিত চর্চা করেন র‌্যাপ সংগীতের। পথশিশুদের জীবনসংগ্রামের গল্প তুলে ধরেনন গানে গানে। আওয়াজ তোলেন অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে। তার মাধ্যমেই বদলে গিয়েছে কামরাঙ্গীর চরের গলিবয় রানার জীবন।

নুরুল হক নুর। (রাজনীতি): ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। সহযোগীদের সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে দূর করেন কোটা। তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। বর্তমানে তিনি ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে রয়েছেন। বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে তার অন্যরকম প্রভাব রয়েছে।

আব্দুল্লাহ আল ইমরান(সাংবাদিকতা): ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা পেশা বেছে নিয়েছেন। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করছেন চ্যানেল টোয়েন্টিফোরে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরান জিতেছেন ২১তম টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার (সংসদীয় ধারা) চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠবক্তার পুরস্কারও। তিনি সম্প্রতি প্রশ্নফাঁসের বিরুদ্ধে যুগান্তকারী ভূমিকা পালন করেন এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন। তার এ কাজ শিক্ষার্থীদের এবং চাকরিপ্রার্থীদের বেশ প্রশংসা কুড়িয়েছে।

সামসুজ্জামান আরাফাত(ক্রীড়া) : আয়রনম্যান প্রতিযোগিতায় ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং, ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয় ১৭ ঘণ্টার মধ্যে। আয়রনম্যান! ৩০ বছর বয়সী মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। এখন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি দৌড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দেবেন বলে বের হন। রোজ দৌড়াবেন ৫০ কিলোমিটার। ২০ দিনে হাজার কিলোমিটার। এই কাজ করার জন্য অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করেন। টেকনাফ থেকে সেন্ট মার্টিনস বাংলা চ্যানেল সাঁতরে পার হন। কিন্তু দৌড়ে টেকনাফ-তেঁতুলিয়া পাড়ি দিতে গিয়ে পড়েন অভাবনীয় এক বাধার সম্মুখে। বঙ্গবন্ধু সেতু যানবাহনে ছাড়া পার হওয়ার নিয়ম নেই। তাহলে কি স্বপ্ন পূরণ হবে না আরাফাতের? না, আরাফাত হেরে যাওয়ার পাত্র নন। তিনি ঝাঁপ দেন যমুনা নদীতে। সাঁতরে ৪ দশমিক ৮ কিলোমিটার যমুনা পার হয়ে ওপারে ওঠেন। তারপর আবারও দৌড়। কুড়ি দিনে তিনি সহস্রাধিক কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান বাংলাবান্ধা। ২০১০ সালে আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন। 

তানবীর হাসান সৈকত। (সমাজসেবা): ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সদস্য এবং করোনাকালীন সময় তিনি হাজার হাজার মানুষের মাঝে দীর্ঘ সময় ধরে খাবার বিতরণ করেছেন। যার ফলে তিনি স্বীকৃতি পেয়েছেন জাতিসংঘের রিয়েল লাইফ হিরো হিসেবে। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম ও গণরুম সংস্কৃতির  বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।