ঈদের ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে সোমবার


Desk report | Published: 2022-05-13 07:17:34 BdST | Updated: 2024-04-20 00:42:35 BdST

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামী সোমবার (১৬ মে) থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম। এরইমধ্যে ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছেন অনেক শিক্ষার্থী।

ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরা বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বৃহস্পতিবার (১২ মে) বলেন, ঈদ পরবর্তী ক্যাম্পাস এখন অনেকটাই ফাঁকা। ধীরে ধীরে সবাই ক্যাম্পাসে আসছে। একদিন আগেও একা ছিলাম অথচ এর মধ্যেই অনেকে চলে এসেছে। সবার সঙ্গে আবার আড্ডা দিচ্ছি, গল্প করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন আগামী সোমবার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিভিন্ন একাডেমিক পরিকল্পনার সঙ্গে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিছু প্রশাসনিক কাজ আমরা এরইমধ্যে শুরু করে দিয়েছি। কাজে গতি বৃদ্ধির জন্য প্রশাসনের সবাইকে ক্যাম্পাসে ফিরে আসতে বলেছি। আমি নিজেও আগে চলে এসেছি, কারণ অভিভাবককে আগেই চলে আসতে হয়।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরাও এরইমধ্যে ক্যাম্পাসে ফিরছে। প্রভোস্ট ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আবাসিক হল, ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো বিভিন্ন প্রস্তুতির বিষয় আছে।