গ্রীষ্মকালীন ছুটি বাতিল চায় ইবি ছাত্র ইউনিয়ন


IU Correspondent | Published: 2022-05-19 08:13:45 BdST | Updated: 2024-04-20 17:51:42 BdST

গ্রীষ্মকালীন ছুটি বাতিল চেয়ে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়ন। বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১-১৩ জুন পর্যন্ত ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ৪-১২ জুন পর্যন্ত ৯ দিন দাফতরিক কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের দাবি, করোনা মহামারির কারণে প্রায় দুই বছর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। যার ফলে তীব্র সেশন জটের মুখোমুখি হয়েছেন শিক্ষার্থীদের। সম্প্রতি প্রবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অন্তত একমাস ক্যাম্পাস বন্ধ ছিল। এছাড়া সামনের ঈদুল আযহা উপলক্ষেও ছুটি রয়েছে। এমতবস্থায় গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে একাডেমিক কার্যক্রমের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব।

ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস বলেন, করোনার কারণে দীর্ঘ বন্ধে শিক্ষা কার্যক্রমের যে ছন্দপতন হয়েছে তারপর আবার গ্রীষ্মকালীন ছুটি আরো বাড়তি চাপ তৈরি করবে। তাই আমরা এ ছুটি বাতিলের দাবিতে ভিসি স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি।

অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের (শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী) সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।