দিনে-দুপুরে মারধর ও ছিনতাইয়ের শিকার পাবিপ্রবি শিক্ষার্থী


Nazmul Islam | Published: 2022-05-26 07:40:52 BdST | Updated: 2024-03-29 19:20:31 BdST

বান্ধবীকে এসাইনমেন্ট দিতে গিয়ে দিনে-দুপুরে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষার্থী ।

বুধবার (২৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে পাবনা শহরের মেরিল বাইপাস সংলগ্ন মনসুর আলী কলেজের পেছনের রেললাইনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. আলাউদ্দীন। সে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মো. আলাউদ্দীন এর ভাষ্যমতে,"আমি আজ আনুমানিক দুপুর সাড়ে বারোটার দিকে আমার এক বান্ধবীকে এসাইনমেন্ট এর খাতা দিতে মনসুর আলী কলেজের পেছনের রেললাইনে যাই । এমন সময় হঠাৎ এক ছেলে এসে বলে , আমাকে গালি দিলেন কেন? ; কিছু বুঝে ওঠার আগেই আগেই আরো একজন এসে একই কথা বলে গালিগালাজ করতে থাকে। আমি তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে এসব নিয়ে কথা কাটাকাটি শুরু হয় । এসবের একপর্যায়ে আরো ৪/৫ এসে আমাকে মারধর করতে থাকে । মারধরের একপর্যায়ে আমি বলি ,আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমাকে কেন মারছেন? কি দোষ আমার?

এসব বলার পর ওদের মধ্যে একজন আমার গলায় ছুরি ধরে আমার কাছে থাকা মোবাইল, টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আমাকে আমার বান্ধবী এবং কয়েকজন বন্ধু এসে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় দুপুরে পাবনা সদর থানায় মৌখিক অভিযোগ এবং বিকেলে লিখিত অভিযোগ করেছেন ছিনতাইয়ের শিকার হওয়া শিক্ষার্থী মো. আলাউদ্দীন।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুপুরে শিক্ষার্থীরা থানায় এসে অভিযোগ করার সঙ্গে সঙ্গে আমরা এসআই সাগরের নেতৃত্বে ঘটনাস্থলে একটি ফোর্স পাঠাই। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে কাউকে ধরতে সক্ষম হয়নি। তবে আমাদের একটি দল ছিনতাইকারীদের খুঁজে বের করার জন্য কাজ করে যাচ্ছেন। আশা করি অতি দ্রুতই আমরা ছিনতাইকারীদের ধরে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

এই ঘটনার বিষয়ে জানতে চাইলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসিবুর রহমান জানান," আমরা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং ব্যবস্থা নিচ্ছি।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

//