পাবিপ্রবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


Desk report | Published: 2022-06-21 01:55:17 BdST | Updated: 2024-04-23 23:40:05 BdST

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) ফার্মেসি বিভাগ 'ফার্মেসি অ্যাসোসিয়েশন' এর পৃষ্ঠপোষকতায় রবিবার (১৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ ক্যারিয়ার বিষয়ক সেমিনার এর আয়োজন করেছে।

"Challenges in career planning and how to overcome " শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মার্কেটিং ম্যানেজার মো. রেজাউল করিম ৷ এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম, ফার্মেসি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ড. শরিফুল হক, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জিএম মাসুদ পারভেজ ও রেশমা আক্তার৷

এ বিষয়ে ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন,
"আজকের এই সেমিনার আমাদের ক্যারিয়ারের সবথেকে দ্বিধাপূর্ণ এবং টার্নিং পয়েন্টে কিভাবে সঠিক পদক্ষেপ নিতে পারি সেটা বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে আশাকরি। এছাড়াও জীবনে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্যে কিভাবে সামনে আসা সুযোগগুলো কাজে লাগানো উচিৎ সেটা সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পেয়েছি।আমাদের শিক্ষার্থীবান্ধব ফার্মেসি অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম স্যার এর সহযোগিতায় ভবিষ্যতেও এমন বাস্তবমুখী সেমিনারের আয়োজন করা হবে বলে আশা রাখি।"

ফার্মেসি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ড. শরিফুল হক তার বক্তব্যে অতিথিকে আন্তরিক ধন্যবাদজ্ঞাপন করেন এবং সেই সাথে শিক্ষার্থীদের এইধরনের আয়োজনে অংশগ্রহনে উদ্বুদ্ধ করেন। এছাড়াও শিক্ষার্থীরা যেনো ক্যারিয়ার সম্পর্কে আরও বেশী সচেতন হতে পারে সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মনিরুল ইসলাম তার সমাপনী বক্তব্যে অতিথিসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া আগামীদিনে আরও এধরনের সুন্দর ও তথ্যবহুল আয়োজনে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন৷

উল্লেখ্য,সেমিনারে ফার্মেসি বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।