পাবিপ্রবিতে সহকারী প্রক্টরের পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ


Desk report | Published: 2023-01-29 19:55:47 BdST | Updated: 2024-03-29 11:09:53 BdST

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সহকারী প্রক্টর ইয়াহিয়া ব্যাপারীর পক্ষে এবং বিপক্ষে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুইটি দল।

জানা গেছে যে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বঙ্গবন্ধু হলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে সহকারী প্রক্টর তা মিমাংসা করতে যান। এক পক্ষের অভিযোগ সহকারী প্রক্টর মিমাংসা করতে গিয়ে এক শিক্ষার্থীকে থাপ্পড় দেন এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা সহকারী প্রক্টরের অপসারণ চেয়ে মিছিল বের করেন। অপর পক্ষ অভিযোগটিকে মিথ্যা বলে দাবি করে তারাও পাল্টাপাল্টি প্রতিবাদ মিছিল করেছেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শনিবার (২৮ জানুয়ারি) বেলা দুইটার দিকে এক পক্ষ সহকারী প্রক্টরের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল বের করলে তার কিছুক্ষণ পরেই সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা সহকারী প্রক্টরের বিরুদ্ধে তোলা অভিযোগকে মিথ্যা দাবি করে প্রতিবাদ মিছিল বের করেন। এতে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয় যা বিকাল পর্যন্ত বিরাজমান ছিলো।

এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, শিক্ষার্থীদের দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে সাময়িক ঝামেলার সৃষ্টি হয়েছিলো। তবে দুইপক্ষকে বুঝিয়ে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

//