প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বুয়েটে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি


BUET Correspondent | Published: 2024-07-08 13:09:32 BdST | Updated: 2024-12-15 01:12:48 BdST

 

সর্বজনীন প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিকরণ বাতিলের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল ভবনের (এম ই ভবন) সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

গত ১ জুলাই থেকে সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি পালন করা হচ্ছে ।