কুবিতে গায়েবি জানাজা পড়াতে অস্বীকৃতি কেন্দ্রীয় মসজিদের ইমাম


Al Shahriar | Published: 2024-07-17 19:18:04 BdST | Updated: 2025-02-17 13:35:11 BdST

সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে 'শহীদ' ৬ জন আন্দোলনকারীর গায়েবি জানাজার নামাজ পড়াতে অস্বীকৃতি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: খলিলুর রহমান। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা। তবে নামাজ আটকে থাকেনি।

নামাজ পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী সাইদুর রহমান।

বুধবার (১৭ জুলাই) সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে কেন্দ্রীয় মসজিদের ইমাম জানান, 'জানাজার ব্যাপারে আমাকে আগে থেকে অবগত করা হয়নি। আছরের নামাজের পর জানানো হয়। আমি নিজের ইচ্ছা থেকে কয়েকবার আপনাদের জন্য দোয়া করেছি, সামনেও করবো ইনশাআল্লাহ।'