শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পদত্যাগ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, উচ্চ-শিক্ষা কো-অর্ডিনেটর, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, পরিবহন শাখার পরিচালক এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ ককরেছেন
রবিবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
তিনি জানান, ৫ আগস্ট সরকার পতন হলে ওইদিন বিকালেই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। ১১ই আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর পদত্যাগের পর অন্যান্যদের পদত্যাগের বিষয়টি সামনে আসে।