ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি


Shakib Aslam | Published: 2024-08-11 22:52:20 BdST | Updated: 2024-09-07 18:04:17 BdST

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও দেশাত্মবোধক গান পরিবেশনা করা হয়। এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় এবং পাশ্ববর্তী স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় শতাধিক শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সকল সকল শিক্ষার্থীদের নিয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত সবাই সমস্বরে কণ্ঠ মিলিয়ে শহিদের আত্মাত্যাগ উপলব্ধি করেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ২৪ এর ছাত্রজনতার যেই ত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করতে পেরেছি সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই আজকে আমাদের মোমবাতি প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক পরিবেশনা। শুধু আজকের দিন নয় সামনের দিনগুলোতে এই শহীদদের আমরা স্মরণে রাখতে চাই এবং তারা যেই লক্ষ্যে প্রাণ বিসর্জন দিয়েছে সেই লক্ষ্যকে আদর্শ মনে করে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেশের ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সর্বত্র তাদের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। তারা তাদের কার্যক্রম দিয়ে প্রমাণ করেছে যে তারা রাষ্ট্র সংস্কারে নেমে পড়েছে।