রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব রাজনীতি নিষিদ্ধ ঘোষণা


Md Abul Khayer Jayed | Published: 2024-08-11 22:58:53 BdST | Updated: 2024-09-07 18:21:51 BdST

সম্প্রতি বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকোশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণার কথা জানানো হয়। গত বৃহস্পতিবার (৭ই আগষ্ট) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধসহ আট দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় করেন শিক্ষার্থীরা।

এখন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না।

এর আগে গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ পদত্যাগ করেন, এর আগে প্রক্টর পদত্যাগ করেন। তারআগে গত ৬ই আগষ্ট প্রক্টর, পরিবহন পুলের পরিচালক, লাইব্রেরী পরিচালক,বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বহিরাঙ্গন বিভাগের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক পদত্যাগ করেন।