খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসি’র পদত্যাগ


Desk report | Published: 2024-08-12 19:20:21 BdST | Updated: 2024-09-07 18:10:06 BdST

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি অধ্যাপক সোবহান মিয়া পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পদত্যাগী প্রো-ভিসি অধ্যাপক সোবহান মিয়া।

তিনি বলেন, ‘আমি ভিসি’র মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগপত্রে আমি ব্যক্তিগত কারণ এবং শারীরিকভাবে অসুস্থতার কথা বলেছি। আমাদের ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা এ পর্যন্ত হয়নি। আমরা সেই চেষ্টা করেছি। কিছুই না ঘটার পরও যেহেতু শিক্ষার্থী-শিক্ষকেরা চেয়েছেন, এ জন্য পদত্যাগপত্র জমা দিয়েছি। ক্যাম্পাস ভালো থাকুক, এটাই আমরা চাই।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আজ দুপুরে ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন। ভিসি ও প্রো-ভিসি দু’জনের পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

গতকাল রোববার বিকেলে ভিসি ও প্রো-ভিসি’র পদত্যাগসহ চার দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে শেষ হয়।

এর আগে কুয়েটের ভিসি অধ্যাপক মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি অধ্যাপক সোবহান মিয়ার পদত্যাগ দাবি করে কুয়েট শিক্ষক সমিতি। সেই সঙ্গে ভিসি ও প্রো-ভিসিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে রোববার দুপুরে ক্যাম্পাসে র‍্যালি ও প্রতিবাদ সভা করেন সাধারণ শিক্ষকেরা।

২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মিহির রঞ্জন হালদারকে বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়। তিনি কুয়েটের সপ্তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আর ২০২২ সালের ২১ নভেম্বর কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সোবহান মিয়াকে কুয়েটের প্রথম প্রো-ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর কমিটির সহসভাপতি।