ইবিতে আবরার ফাহাদ স্মৃতি ম্যারাথন অনুষ্ঠিত


Shakib Aslam | Published: 2024-10-10 10:08:44 BdST | Updated: 2024-11-04 13:33:10 BdST

 

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মত প্রকাশ ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের জেরে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'শহিদ আবরার ফাহাদ স্মৃতি ম্যারাথন' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের গেটের সামনে থেকে এ ম্যারাথন আরম্ভ হয়। ম্যারাথনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের গেট থেকে জিয়ামোড়, টিএসসিসি, ডায়না চত্বর, ভিসি বাংলো হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ৩ বার প্রদক্ষিণ করে। ৫০ মিনিট নির্ধারিত ম্যারাথনে প্রথম হয়েছেন মাজহার, দ্বিতীয় হয়েছেন রেজওয়ান ও তৃতীয় হয়েছেন হাফিজ।

ম্যারাথন পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান, শেখ হাসিনা হলের প্রভোস্ট আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন, লাখো শহিদের রক্তে পাওয়া এই বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও আমরা কাওকে ছেড়ে দিব না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহিদ আবরার ফাহাদ যেভাবে আওয়াজ তুলেছিল সেটা আমাদের জন্য গর্বের ও অনুকরণীয়। আজ বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুন করে সাজানোর সুযোগ পেয়েছি ঠিকি কিন্তু এই আন্দোলনের বীজ বপন হয়েছিল আবরার ফাহাদের প্রাণের বিনিময়ে। তাকে স্মরণে রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা যে আয়োজন করেছে তা প্রশংসনীয়।