শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগ


Desk report | Published: 2024-10-11 08:37:29 BdST | Updated: 2024-11-04 13:13:22 BdST

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবুল বাসার।

বুধবার (৯ অক্টোবর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগের শর্তে বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে। উপ-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী উক্ত পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধান ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। একইভাবে ট্রেজারার পদেও আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে শেকৃবি উপাচার্য পদত্যাগ করলেও ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলাম পদত্যাগ না করায় আজ ভিন্ন এক বিজ্ঞপ্তিতে তাকে ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদান করে মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ১২(১) ও ১৩(১) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই আদেশ দেওয়া হয়।