যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের নতুন পরিচালক ড. রাফিউল হাসান


Desk report | Published: 2024-10-12 09:17:39 BdST | Updated: 2024-11-04 14:06:41 BdST

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপাচার্যের সম্মতিক্রমে বুধবার (৯ অক্টোবর) নবনিযুক্ত পদে যোগদান করেন অধ্যাপক রাফিউল হাসান।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক ড. রাফিউল হাসান যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি ভাতা ছাড়াও অন্যান্য সুবিধা পাবেন।

এ বিষয়ে কথা হলে অধ্যাপক রাফিউল হাসান বলেন, আমি যবিপ্রবির সাবেক শিক্ষার্থী। শিক্ষক হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একটি দপ্তরের দায়িত্ব পেয়েছি, যেটি যবিপ্রবির অ্যালামনাই হিসেবে গর্বের, আনন্দের ও চ্যালেঞ্জের। কারণ, এখানে দেশসেরা খেলোয়াড়েরা শরীরচর্চা করেন। তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করা এবং তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা আমার দায়িত্ব।

দায়িত্ব গ্রহণে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, আমি গত ১৫ সেপ্টেম্বর দায়িত্বপ্রাপ্ত হই। কিন্তু তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে যিনি ছিলেন, উনার কাজের মধ্যে জরুরি বিষয়গুলো অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। এ জন্য তখন আমার কাছে মনে হয়েছিল এ দায়িত্ব আমার কাছে অ্যাকাডেমিক দিক দিয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। যে কারণে আমি সে সময় যোগদান করিনি।

অধ্যাপক রাফিউল হাসান বলেন, দপ্তরে দায়িত্বরতদের জিজ্ঞেস করেছিলাম, আমি দায়িত্বে না থাকলে কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা, তখন তারা বলেছিল কোনো অসুবিধা হবে না। তবে আমি যোগদান না করায় দপ্তরের কিছু কাজ গতি হারিয়েছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। পরবর্তীতে বর্তমান উপাচার্যের অনুমতিক্রমে আমি বুধবার যোগদান করি। বিশ্ববিদ্যালয়ের এই দপ্তরকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।