ইবিতে বরিশাল ছাত্র কল্যাণের নেতৃত্বে মাহমুদ-সাইফুল্লাহ


Shakib Aslam | Published: 2024-11-10 22:44:39 BdST | Updated: 2024-12-04 03:59:14 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সমজকল্যাণ বিভাগের আবদুল্লাহ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ সাইফুল্লাহ আল হাদী মনোনীত হয়েছে। তারা উভয়ে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (১০ নভেম্বর) সংগঠনটির পরবর্তী সেশনের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান, সহ-সভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও নিসমা ইসলাম মুনা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত, অর্থ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক সাদিয়া সায়মা ও কার্যনির্বাহী সদস্য রেজাউল ইসলাম রাকিব।

নব মনোনীত সভাপতি আব্দুল্লাহ মাহমুদ বলেন, “বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতি বিগত দিনে নানাবিধ কারণে স্থবির হয়ে গিয়েছিলো। আমি ও আমার নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ কাজ হল সংগঠনকে গতিশীল করা, সার্বিক প্রয়োজনের আলোকে সংস্কার করা এবং দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রবীণদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া। আমি বরিশালের সকল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্য নিরলস কাজ করে যাবো এবং বরিশাল বিভাগের গৌরবময় ঐতিহ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে তুলে ধরার চেষ্টা করবো।"

সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল হাদী বলেন, “বরিশাল বিভাগ ছাত্র কল্যাণের মূল লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশালের সকল শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। শুরু থেকেই সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করছি। আমার মূল লক্ষ্য হবে— সমিতিকে সুসংগঠিত করে শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ ও তাদের ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহযোগিতা করা। এছাড়াও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো।”

প্রসঙ্গত, বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতি হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশালের ছয়টি জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি বৃহত্তম সংগঠন। এটি বরিশাল থেকে ইবিতে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।