নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা


Desk report | Published: 2024-11-13 17:14:13 BdST | Updated: 2024-12-04 03:02:29 BdST

শিক্ষার্থীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী সচেতনতামূলক সভা।

বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দশম তলায় সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলমের সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান, বিশেষ আলোচক হিসেবে ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, "এই ড্রাগের পেছনে প্রচুর টাকা চলে যায়। একজন এডিক্টেড হয়ে গেলে সে এই পথ থেকে সহজেই বের হতে পারে না। এই প্রভাব তার নিজের, পরিবারের এমনি সমাজের উপর পরে। সমাজকে এই বার্ডেন নিয়ে চলতে হয়। সমাজের উন্নতির জন্য সেটা কখনো পজিটিভ হতে পারে না।"

বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজনের সুযোগ করে দেওয়ায় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করে মূখ্য আলোচকের বক্তব্যে ড. আশরাফুর রহমান বলেন, "আমি বলছি না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকের সঙ্গে জড়িত। তবে শিশু মন বিচ্যুত হতে পারে৷ বয়োজ্যেষ্ঠদের উচিত সে বিষয়ে খেয়াল রাখা। কারণ আমরা একটি রক্তাক্ত পাটাতনের উপর দাঁড়িয়ে কথা বলছি। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের ফসলকে যদি আমরা সামাজিক ও রাজনৈতিক ভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাবো।"

উল্লেখ্য, আলোচনা সভার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাদক সেবনের বিরুদ্ধে শপথ পাঠ করান ডিআইজি ড. আশরাফুর রহমান।