হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য (ভাইস চ্যান্সেলর) ড. মো. এনামউল্যা বলেছেন, হলে সিট বণ্টন হবে প্রধানত মেধার ভিত্তিতে, পাশাপাশি দারিদ্রতা ও পারিবারিক অবস্থার বিষয়টি দেখা হবে। ডাইনিং এর বিষয়েও আমরা পদক্ষেপ নেবো এবং তোমাদের বাকি দাবীগুলো কিভাবে দ্রুত পূরণ করা যায় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আমার পক্ষে যা যা করা সম্ভব তা করবো।
হল সুপার কাউন্সিলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫ টায় অডিটোরিয়াম-১ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভিন্ন হলের হল সুপারসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা। সঞ্চালনা করেন তাজউদ্দীন আহমদ হলের হল সুপার ড. মো. শোয়াইবুর রহমান।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তন্মধ্যে দ্রুত সেশনজট দূরীকরণ, ক্রেডিট ফি কমানো, দ্রুত ফলাফল প্রকাশ, মেধার ভিত্তিতে হলের সিট বরাদ্দ, ডাইনিং এ ভর্তুকি প্রদান, রিডিং রুমের ব্যবস্থা করা, ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা, হল ভিত্তিক লাইব্রেরি চালু করা, হলের নিরাপত্তা ও পরিস্কার পরিছন্নতার বিষয়ে গুরুত্ব দেয়া, গণরুম সংস্কৃতি বন্ধ করা, ডোপ টেস্টের ব্যবস্থা করা, শব্দদূষণ রোধ করা, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, নিষিদ্ধ সংগঠনের কেউ যেন হলে থাকতে না পারে তা নিশ্চিত করা, দ্রুত ছাত্র সংসদ কার্যকর করা, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এর কার্যক্রম শুরু করা, দ্রুত অ্যালামনাই এসোসিয়েশন গঠনে উদ্যোগ নেয়া, যাতায়াত সুবিধা বাড়ানো ইত্যাদি।