র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ


Desk report | Published: 2024-11-27 18:45:30 BdST | Updated: 2024-12-04 03:54:41 BdST

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১১টি ‘কারণ দর্শাও’ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় ২৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মোতাবেক তাদের অভিযুক্ত করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক কেন তাঁদের বিরুদ্ধে এক বা একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ১০ ডিসেম্বর অফিস সময়সূচির মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীর হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।’

এ ছাড়া ওই ১১ শিক্ষার্থী ইচ্ছা করলে ১১ ডিসেম্বর বেলা ৩টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে শুনানি বোর্ডের সামনে উপস্থিত হয়ে তাদের সপক্ষে ব্যক্তিগত বক্তব্য উপস্থাপন করতে পারবেন। সে ক্ষেত্রে ব্যক্তিগত শুনানির জন্য লিখিত আবেদন ছাত্রকল্যাণ দপ্তরে ওই দিন বেলা ১টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো.মাহবুবুল আলম বলেন, নবীন শিক্ষার্থীরা আসার পর তাদের সহযোগিতা করা প্রয়োজন। সেখানে তাদের সঙ্গে র‍্যাগিং এর ঘটনা ঘটা অমানবিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ১১ শিক্ষার্থীকে করাণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।