নজরুল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ


Mutasim Billah | Published: 2024-11-27 20:29:47 BdST | Updated: 2024-12-04 02:14:27 BdST

জুনিয়রের সাথে বসাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সিনিয়র (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের সাথে জুনিয়র (২০২২-২৩শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নারী শিক্ষার্থী সহ তিনজন আহত হয়েছেন। 

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ১ম গেট সংলগ্ন রাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

দর্শন বিভাগ সূত্রে জানা যায় , বিভাগটির ২০২২-২৩ শিক্ষাবর্ষের কিছু নারী শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সাথে পরিচয়ের জন্য বসলে নারী শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী রাসেল সহ তার সহপাঠীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি প্রদান করেন। ঘটনাটি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের জানালে সিনিয়র শিক্ষার্থীরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।  সিনিয়র শিক্ষার্থীরা মীমাংসা করতে না পারায় গত সোমবার(২৫ নভেম্বর) শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়।  তবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মীমাংসার রায় পছন্দ না হওয়ায় আজ(বুধবার) পুনরায় শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন বিভাগটির শিক্ষকরা। এসময় শিক্ষকদের সামনেই সিনিয়র শিক্ষার্থীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরিস্থিতি শান্ত করতে বিষয়টি অমীমাংসিত রেখেই বিভাগটির বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম শিক্ষার্থীদের বাইরে বের হতে বলেন। বিভাগ থেকে বের হয়ে কিছু সময় পর শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিনিয়র শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বিভাগে যাওয়ার সময় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সিনিয়রদের উপর অতর্কিত হামলা চালায়। 

বিভাগের সিনিয়র শিক্ষার্থী (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) আবির বলেন, ‘জুনিয়র বসাকে কেন্দ্র করে ২১-২২ এবং ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য হয়। পরে বিভাগের শিক্ষকরা বিষয়টি সমাধান করলেও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অসন্তুষ্ট থাকে। আজ পুনরায় বিভাগে বসা হলে শিক্ষকদের সামনেই তারা আবারও সিনিয়রদের সাথে দুর্ব্যবহার শুরু করে। পরিস্থিতি শান্ত করতে শিক্ষকরা আমাদের বাইরে যেতে বলেন। কিছুক্ষণ পর বিভাগীয় প্রধান আমাদের বিভাগে আসতে বললে

২০২১-২২ শিক্ষাবর্ষের রাসেল, রোহান, আসিফ, সাজিদ, আবিদ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোস্তাফিজ, নীরব, ফাহাদ, লাবিব এবং নিশাতসহ বহিরাগতদের নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।’

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইবনা বলেন, ‘আমরা ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার সময় ২০২১-২২ শিক্ষাবর্ষের সিনিয়ররা আমাদের মারার জন্য ঔদ্ধত্য হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।’

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে সিনিয়রদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়েছে বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল বলেন, ‘দর্শন বিভাগের ছাত্রলীগ নেতা পারভেজ, শান্ত, প্রান্তসহ আরো অনেকেই আমাকে নানাভাবে হয়রানি করে এবং মারধরের হুমকি দেয়। হলের রুম থেকেও বের করে দেয়। ৫ আগস্টের পর তারা আবারো সক্রিয় হয়ে এখন তারা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের দাবিদাওয়ার বিরুদ্ধে মতবিরোধ পোষণ করতে থাকে। আজকে আমাদের সব ব্যাচের মতবিনিময় ছিলো, যেখানে তারা আমাদের আক্রমণ করতে আসে। এরপর আমরা ১নং গেটের দিকে যাওয়ার সময় আমাদের ওপর অতর্কিত হামলা করে।’

বিভাগটির বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম বলেন, ‘জুনিয়রের সাথে বসাকে কেন্দ্র করে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল ৩ জন মেয়েকে গালিগালাজ করে। এ বিষয়টি তারা সিনিয়রদের জানালেও সমাধান না আসায় আমরা সব ব্যাচ নিয়ে বসেছিলাম। সেখানে বাকবিতন্ডা হয়। পরে পরিস্থিতি সামাল দিতে না পেরে শিক্ষার্থীদের বিভাগ থেকে চলে যেতে বলা হয়। পরে শিক্ষার্থীদের আবারো বিভাগে আসতে বললে হঠাৎ সংঘর্ষের খবর পাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিত এই মূহুর্তে শান্ত আছে। বিভাগটির সিনিয়র শিক্ষার্থীদের থেকে লিখিত অভিযোগ পেয়েছি। জুনিয়র শিক্ষার্থীদের থেকেও মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’