মূল সনদের জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না: বাকৃবির উপাচার্য


Desk report | Published: 2024-11-29 23:06:01 BdST | Updated: 2024-12-04 03:08:26 BdST

বাকৃবির উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, মূল সনদ তুলতে শিক্ষার্থীদের আগের মত এখন আর সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। শিক্ষার্থীদের কর্মজীবন ও অন্যান্য সুযোগ-সুবিধার কথা ভেবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পরীক্ষার ফল প্রকাশিত হবার পরপর মূল সনদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় ওই সিদ্ধান্ত গৃহীত হবার পর এমন বক্তব্য রাখেন উপাচার্য।

এসময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এতদিন পর্যন্ত মূল সনদ উত্তোলনে সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হতো শিক্ষার্থীদের। ফলশ্রুতিতে ফল প্রকাশের পরও মূল সনদ না থাকায় অনেকে চাকরি বা উচ্চশিক্ষায় আবেদনে বিড়ম্বনায় পড়তেন। এতে মূল্যবান সময় ও সুযোগ হাতছাড়া হতো। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বাকৃবি প্রশাসন।

বাকৃবির পশুপালন অনুষদের স্নাতকোত্তরের শিক্ষার্থী শেখ মোহাম্মদ বলেন, এ সিদ্ধান্তের জন্য বাকৃবি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করছি। বর্তমান সময়ের চাহিদা ও পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে এ উদ্যোগ স্নাতক পরবর্তী বিভিন্ন কার্যক্রম যেমন উচ্চশিক্ষা এবং পিএইচডির জন্য বিদেশে যাবার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে এবং পাশাপাশি দেশে বিভিন্ন চাকরিক্ষেত্রে নিয়োগের সময় শিক্ষার্থীদের বিড়ম্বনা লাঘব করবে। এমন উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে অনবদ্য ভূমিকা রাখবে এবং ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে চলার পথ সুগম করবে।