যবিপ্রবির প্রধান প্রকৌশলীর দায়িত্বে ড. জাকির


Desk report | Published: 2024-12-02 20:31:51 BdST | Updated: 2025-01-19 22:34:42 BdST

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন।

রোববার (০১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, যবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দায়িত্ব প্রদান করা হলো।

উল্লেখ্য, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান পদত্যাগ করলে ড. এইচ. এম. জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের অর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পিএমই বিভাগের চেয়ারম্যান ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।