ভার‌তে রাষ্ট্রদূতকে তলব করে ব‌হিষ্কারের দাবি বাকৃবি শিক্ষার্থীদের


Md Likhon Islam | Published: 2024-12-03 16:02:26 BdST | Updated: 2025-01-19 23:38:18 BdST

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ এবং ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা । এসময় শিক্ষার্থীরা আগরতলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভার‌তীয় রাষ্ট্রদূতকে তলব এবং ব‌হিষ্কারের দাবি জানান।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন আবাসিক হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে জ‌ড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কামাল রঞ্জিত মার্কেট প্রদক্ষিণ করে আবার আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভকারীরা বক্তব্য প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের প্রায় চার শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি মঞ্চ গঠনের দাবি তোলেন।

সমাবেশে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন রিজন বলেন, আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, কিন্তু ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে পারিনি। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে প্রতিবেশীর মতো, প্রভুর মতো নয়। বিগত বছ‌রে ভারত সর্ম্পক ক‌রে‌ছে আওয়ামী লী‌গের সা‌থে বাংলা‌দে‌শের সা‌থে নয়। এটা এখন স্পষ্ট যে ফেলানী, আবু সাইদ এবং সাইফুল ইসলাম হত‌্যাকা‌ন্ডের পেছ‌নে ভ‌ারতের হাত র‌য়ে‌ছে। আর আজ‌কের আগরতলার এই ঘটনার পর ভার‌তের রাষ্ট্রদূতকে জবাব‌দি‌হির আওতায় এনে তা‌কে ব‌হিষ্কার কর‌তে হ‌বে। ভারতের অপপ্রচার ও তাদের দোসরদের প্রতিরোধ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব মঞ্চ গঠনের দাবি জানাচ্ছি

এসময় স্নাতকোত্তর শিক্ষার্থী মারুফ বিল্লাহ বলেন, ভারত সবসময় বাংলাদেশকে প্রভুভুক্ত করার চেষ্টা করে আসছে। বাংলাদেশে ১৮ কোটি মানুষ জীবিত থাকতে আমরা ভারতের কাছে এক ইঞ্চি জমি ছাড়ব না। আমরা সবাই মিলে নিজ নিজ জায়গা থে‌কে ভারতীয় পণ্য বর্জন করব। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।