ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থানের শহিদ স্মরণে ওসামা-সাব্বির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, জেলা কল্যাণ সমিতি'সহ ৩২টি দল অংশগ্রহণ করে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি এইচ এম আবু মূসা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সহ খোলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শহিদ ওসামা ও সাব্বিরের নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। আমরা চাই এর মাধ্যমে জুলাই আন্দোলনের সকল শহিদরা আমাদের মাঝে বেঁচে থাকুক। এছাড়া খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভালো সম্পর্ক ও বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতি গড়ে উঠে। সবাইকে গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার আহ্বান জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, তোমরা শিক্ষার্থীরা যেভাবে দেশ পরিবর্তন এনে দিয়েছো একই ভাবে সুষ্ঠু সংস্কৃতি ও ভালো কাজে প্রতিযোগিতা করবে। আমার ভালো কাজের সহযোগিতা সবসময় পাবে ইনশাআল্লাহ।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের যে দুই জন শহিদ ওসামা ও শহিদ সাব্বির তাদের নামে এমন আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে জুলাইয়ের শহিদরা আমাদের মাঝে সবসময় বেঁচে থাকবে। আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি।