মাহিদ হত্যার বিচার দাবি শাবির শিক্ষক-শিক্ষার্থীদের


টাইমস প্রতিবেদক | Published: 2018-03-29 23:05:33 BdST | Updated: 2024-04-19 08:49:49 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিদ আল সালামের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।

‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, শাবি শিক্ষক সমিতির সভাপতি ও অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারুক উদ্দিন, সহকারী অধ্যাপক আল আমিন রাব্বী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন খান, চৌধুরী আব্দুল্লাহ আল বাকী, প্লাবন চন্দ্র সাহা প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা অবিলম্বে মাহিদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ছিনতাই চক্রের সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেফতারের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত রোববার রাতে ঢাকায় যাওয়ার পথে সিলেট কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় খুন হন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মাহিদ আল সালাম। মাহিদ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় মির্জা আতিক ও তায়েফ মোহাম্মদ রিপন নামের দুই ছিনতাই চক্রের সদস্যকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে মির্জা আতিক পুলিশের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে মাহিদ হত্যায় সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেন।

এসএম/ ২৯ মার্চ ২০১৮