গবেষণাসহ ৬ খাতে বরাদ্দ বৃদ্ধি

গবেষণাসহ ছয় খাতে বরাদ্দ বৃদ্ধি করে শাবির বাজেট ঘোষণা


টাইমস প্রতিবেদক | Published: 2018-06-27 22:06:24 BdST | Updated: 2024-03-29 21:53:38 BdST

গবেষণাসহ ৬ খাতে বরাদ্দ বৃদ্ধি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৮-১৯ অর্থ বছরে মোট ১৩০ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট গত অর্থ বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি। গত বছরের তুলনায় এ বছর ইন্টারনেট খাতে ১০০ শতাংশ , গবেষণা খাতে ১০৯ শতাংশ , সেমিনার কনফারেন্সে ৪০০ শতাংশ, নিরাপত্তা প্রহরী খাতে ১২১ শতাংশ, যানবাহন ক্রয় ১২৭ শতাংশ , কম্পিউটার ও ল্যাব যন্ত্রপাতি ক্রয় বাবদ ১৪৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৭ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন। এসময় উপাচার্য বলেন, বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়টি লক্ষ্য করেছি। এক্ষেত্রে আমরা গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন, পরিবহণ সমস্যা দূর করার চেষ্টা করেছি।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, হিসাব পরিচালক জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়া ঘোষিত বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে ৯৩ কোটি ৫ লাখ (মোট বাজেটের ৭১.৩ শতাংশ), সরবরাহ ও সেবা খাতে ২৩ কোটি, মেরামত ও সংরক্ষণ বাবদ ২ কোটি এবং মূলধন মঞ্জুরি খাতে ১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেডএম/ ২৭ জুন ২০১৮

//