সিকৃবির ৫১ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট পাস


টাইমস প্রতিবেদক | Published: 2018-06-30 23:30:37 BdST | Updated: 2024-04-23 16:29:34 BdST

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেটের ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুন) সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরে ৫১ কোটি ৪০ লক্ষ টাকার রাজস্ব বাজেট পাস করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলমের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কার্যবিবরণী উপস্থাপন করেন রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভাসির্টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন আহমেদ, এমিরেটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, সাবেক অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পরিতোশ কুমার বিশ্বাস, সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহম্মদ, প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম ও প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

টিআই/ ৩০ জুন ২০১৮