পবিপ্রবিতে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, ১৩ জনকে অর্থদণ্ড


টাইমস প্রতিবেদক | Published: 2018-07-19 14:56:33 BdST | Updated: 2024-04-19 23:52:49 BdST

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনার দোষী সাব্যস্ত করে পাঁচ শিক্ষার্থীকে এক সেমিস্টার বহিষ্কার, ১৩ জনকে অর্থদণ্ড এবং ২ শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তি ও চাকরিতে আবেদনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. স্বদেশ সামন্ত স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নেশাজাতদ্রব্য বহনের দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সায়েন্স অনুষদের শাহীনুর রহমান, তানভীর হোসেন, নাফিজ বিন আলম ও কৃষি অনুষদের রোমান হোসেন ও আবির হোসেন রনি।

র‌্যাগিংয়ের ঘটনায় অর্থদণ্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের অনিন্দ্য মণ্ডল, ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের নিহার রঞ্জন শীল, কম্পিউটার সায়ন্স অনুষদের ফারজিন আনান মুকিত। এদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একই ঘটনায় কম্পিউটার সায়েন্স অনুষদের সাকিব হাসান ও আলিফ বিশ্বাসকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এদিকে ক্যাম্পাসের বাইরে ঘটা এক সহিংসতায় অর্থদন্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের আ ন ম শফিউল্লাহ অভি, কৃষি অনুষদের কাওছার উজ্জামান সুমন, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের বাদল চন্দ্র শীল, আরাফাত ইসলাম সাগর ও হাসান মাহমুদ, ব্যবসায় প্রশাসন অনুষদের রাকিবুল ইসলাম সাগর। এদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়াও এ ঘটনায় গোলাম রব্বানী সুহৃদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের মো. মহসিন হোসেনকে দশ হাজার টাকা করেছে প্রশাসন।

শৃঙ্খলা পরিপন্থী অপর এক ঘটনায় দুই শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তি ও পবিপ্রবিতে চাকরিতে আবেদনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরা হলেন শ্রাবনী সরকার ও আনোয়ার হোসেন রাজীব।

এসএম/ ১৯ জুলাই ২০১৮