চবির ৭ ছাত্রলীগ কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার


Desk report | Published: 2021-12-25 09:55:51 BdST | Updated: 2024-04-18 13:26:23 BdST

সংঘর্ষ ও বিশৃঙ্খলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ‘মানবিক দিক’ বিবেচনায় সাতজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

ছাত্রলীগের ওই সাত কর্মী হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অমিত হাসান আকিব (আকিব জাভেদ), আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খালেদ মসুদ, রসায়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশরাফুল আলম নায়েম, অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ইসহাক মিয়া (ফরহাদ), ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ নাইম, সমাজতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির এক সভায় শাখা ছাত্রলীগের দুই পক্ষ ‘সিক্সটি-নাইন’ ও ‘সিএফসির’ ১২ কর্মীকে বহিষ্কার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।