জানুয়ারিতে রাবি ছাত্রলীগের সম্মেলন


RU Correspondent | Published: 2021-12-27 12:05:36 BdST | Updated: 2024-04-20 17:48:21 BdST

প্রতিষ্ঠাবার্ষিকীর পর আগামী জানুয়ারি মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি করা হবে। রবিবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও রাবি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতা মেহেদী হাসান তাপস এ তথ্য জানান।

মেহেদী হাসান তাপস বলেন, বর্তমানে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম শেষ হলেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে রাজশাহীতে যাবো। জানুয়ারি মাসের মধ্যেই রাবি ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে রাবি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আরেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আহসান হাবীব বাপ্পী বলেন, ডিসেম্বরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের রাজশাহীতে আসার কথা ছিল। কিন্তু রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের কাছে সময় চাওয়া হয়। এ জন্য আমরা যেতে পারিনি।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় চার বছর আগে। পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় আগের কমিটির অধিকাংশ নেতা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। যারা ক্যাম্পাসে আছেন, তাদের মধ্যে অনেকের ছাত্রত্ব নেই। আবার অনেকেই বিবাহিত।

এদিকে, সম্মেলনের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় ট্রেন্ড থেকে পদপ্রত্যাশী নেতাকর্মীরা এই মৌন মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

নেতাকর্মীরা বলছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বৃহৎ এই শাখার কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হলেও নতুন কমিটি না হওয়া দুঃখজনক। এখানে একজন শিক্ষার্থী ৪-৫ বছর অবস্থান করেন। যদি ৫ বছর সম্মেলনই না হয় তবে শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবেন। আমরা প্রত্যাশা করি, কেন্দ্রীয় ছাত্রলীগ অতি দ্রুত সম্মেলনের তারিখ ঘোষণা করবে।

এ সময় মিছিলে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী আগের কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, মো. মেজবাহুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিনুল ইসলাম সরকার (ডন), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়, সদস্য মিরাজ হোসেন, সোহেল রানা সাগর, লতিফ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শামীম হোসেন ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় দুই শতাধিক কর্মী।