মাস্ক ছাড়া ক্লাস-পরীক্ষায় বসতে পারবে না শিক্ষক-শিক্ষার্থীরা


RU Correspondent | Published: 2022-01-13 12:33:13 BdST | Updated: 2024-03-28 15:20:24 BdST

মাস্ক পরিধান ছাড়া ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একইসঙ্গে শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করে চলাচল করতে হবে।বুধবার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের করোনা সংক্রমণ রোগ ও পরামর্শক কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশজুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আগমন সীমিত করাসহ অপ্রয়োজনে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ গল্প-আড্ডা ও ঘোরাফেরার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের করোনার সংক্রমণ রোধ ও পরামর্শক কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে সরকারের দেওয়া বিধিনিষেধ বাস্তবায়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করোনা প্রতিরোধের জন্য আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি।

‘‘সিদ্ধান্তগুলো বৃহস্পতিবার প্রতিটি বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটে চিঠি দিয়ে জানানো হবে। আমরা আশঙ্কা করছি, ক্যাম্পাসের অনেক শিক্ষক-শিক্ষার্থী ইতিমধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছে।’’

অধ্যাপক সুলতান বলেন, কোনো শিক্ষক-শিক্ষার্থী যদি তার মধ্যে করোনার কোনো ধরনের লক্ষণ দেখতে পান, সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তা জানাতে হবে। মেডিকেল সেন্টার থেকে লোক এসে সেই শিক্ষক-শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করবে। বিশ্ববিদ্যালয় সেন্টারে তার আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।

//