হাইকোর্টের রায়ে চাকরি ফিরে পেলেন রাবি কর্মচারী মাসুদ


RU Correspondent | Published: 2022-06-01 07:31:45 BdST | Updated: 2024-04-19 19:20:22 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চাকরিচ্যুত এক কর্মচারীকে স্বপদে বহালের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মে) হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মুজিবুর রহমান ও খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার (৩১ মে) থেকে কাজে যোগ দিয়েছেন মাসুদ।

মাসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের দৈনিক মজুরিভিত্তিতে নিম্নমান সহকারী।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ মার্চ মাস্টাররোল কর্মচারী মাসুদের বিরুদ্ধে শহীদ মিনার ও জাতীয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করা এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে চাকরিচ্যুত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মাসুদ। রিট পিটিশন নম্বর ২৯৩৪। রিটের শুনানি শেষে সোমবার তাকে স্বপদে বহাল রাখতে আদেশ দেন হাইকোর্ট।

মাসুদুর রহমান বলেন, ‘অধিকার আদায়ের জন্য উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম। এরপর ২৬ মার্চ সকালে শহীদ মিনারে আমরা লিফলেট বিতরণ করছিলাম। এ সময় উপাচার্য স্যার এসে আমাকে বলেন, আমার চাকরি থাকবে না। পরে চাকরি চলে যাওয়ায় আমি হাইকোর্টে রিট করি। আমাকে চাকরিতে পুনর্বহাল করতে আদালত আদেশ জারি করেছেন।’