আম পাড়তে গিয়ে কোমর ভাঙলো রাবি শিক্ষার্থীর


RU Correspondent | Published: 2022-06-04 09:17:34 BdST | Updated: 2024-04-25 05:11:37 BdST

এবার ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়তে গিয়ে কোমর ভেঙে গুরুতর আহত হয়েছেন সুভাষ চন্দ্র নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী।

শুক্রবার (৩ জুন) সকাল পৌনে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সুভাষ চন্দ্র বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক্স ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

ক্যাম্পাস সূত্র জানায়, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনে গাছ থেকে আম পাড়ার জন্য ওঠেন সুভাষ চন্দ্র। হঠাৎ পা পিছলে গাছ থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসারত।

 

অধ্যাপক ড. মামুনুর রশিদ খন্দকার বলেন, ঘটনাটি শুনে তাকে দেখতে রামেকে এসেছি। এটা অবশ্যই দুঃখ জনক ব্যাপার। ছেলেটির কমরে আঘাত পাওয়ার কারণে দাঁড়াতে পারছে না। এক্সরে করা হয়েছে এখনো রিপোর্ট আসেনি। মেডিকেলে কিছুদিন থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিষয়টি মাত্র জানলাম। যদি এমন ঘটনা ঘটে থাকে অবশ্যই দুঃখজনক। আমি এখনি খোঁজ নিচ্ছি। বিস্তারিত জেনে জানাবো।

এর আগে ২৯ মে ক্যাম্পাসের গাছে আম পাড়তে উঠে পড়ে গিয়ে আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এক শিক্ষার্থী। তিনি নাকে আঘাত পেয়েছেন।